দীপ্তিমান বাপ্পি, ডুমুরিয়া,খুলনাঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ডুমুরিয়া উপজেলা পর্যায়ের কমিটির এক সভা শনিবার দুপুরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ -এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম ও শারমিনা পারভীন রুমা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) সঞ্জিব দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুফিয়ান রুস্তম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, থানা কর্মকর্তা ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন, খান শাকুর উদ্দিন, মোস্তফা কামাল খোকন, শেখ দিদারুল হোসেন দিদার, এড. প্রতাপ রায়, শেখ আবুল হোসেন, সুরঞ্জিত কুমার বৈদ্য, জয়নাল আবেদিন, হিমাংশু বিশ্বাস, গাজী হুমায়ুন কবির বুলু, শিক্ষক নেতা দেবাশীষ চন্দ, আওয়ামী লীগ নেতা আছফর হোসেন জোয়ারদার প্রমুখ।
সভায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে মতামত গ্রহণ এবং সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।