আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


করোনা : তালার আমিরের উদ্যোগে লিফলেট মাস্ক ও সাবান ও গামছা বিতারণ

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমির হোসেনের নিজস্ব উদ্যোগে লিফলেট মাস্ক ও বিভিন্ন মসজিদে সাবান ও গামছা বিতারণ করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার (২৭ মার্চ) বিকালে তালা উপজেলার জেয়ালানলতা গ্রামে ওমর আলী শেখের ছেলে মো. আমির হোসেনের নিজস্ব উদ্যোগে তালার খেজুরবুনিয়া,শেখেরহাট বাজারে ও বিভিন্ন পাড়া মহল্লায় গুরুত্বপূর্ণ এলাকায় সচেতামূলক লিফলেট মাস্ক ও ১০টি মসজিদে সাবান গামছা বিতারণ করেছেন।


এ প্রসঙ্গে আমির হোসেন বলেন, নভেল করোনা ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য গণ সচেতনতার বিকল্প নেই।

তিনি সকল কে জনসমাগম এড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেন।


Top