আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


করোনা ঝুঁকির মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সি পি এম ডাক্তার আরিফ বিল্লাহ

করোনাভাইরাস আতঙ্কের কারণে সারা আশাশুনি সাতক্ষীরার সরকারি বেসরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক যেখানে সাধারণ রোগী দেখা বন্ধ করে দিয়েছে। সেখানে সাতক্ষীরা জেলার  আশাশুনি শোভনালীর , সি পি এম ডাক্তার আরিফ বিল্লাহ  ঝুঁকি নিয়ে নিয়মিত গ্রামের সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন দিনে রাতে সবসময়।

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াই অনেকে রোগীদের সেবা দিয়ে আসছেন। এতে করে চিকিৎসক, রোগীসহ সাধারণ মানুষ করোনা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। আবার নিজ উদ্যোগে কেউ কেউ পিপিই সংগ্রহ করে সেবা দিচ্ছেন।

করোনাভাইরাস ঝুঁকির মধ্যেও সি পি এম ডাক্তার আরিফ বিল্লাহ আশাশুনি চাম্পাফুল স্কুল মোড়ে চেম্বারে বসে সেবা দিয়ে যাচ্ছেন।

প্রতিদিন গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন বয়সের শিশু থেকে সাধারণ মানুষ ঠাণ্ডা, জ্বর, সোর্দী, কাশি, এলার্জী জনিতরোগসহ বিভ্ন্নি রোগে আক্রান্ত হয়ে ডাক্তার আরিফ বিল্লাহ কাছে আসছেন চিকিৎসা সেবা নিতে।

সি পি এম ডাক্তার আরিফ বিল্লাহ  বলেন, চেম্বার ছাড়াও বাড়িতে বাড়িতে যেয়ে রুগী দেখেন তিনি। ডাক্তার আরিফ বিল্লাহ (প‍্যারামেডিকেল)  পেশেন্ট কেয়ার এফ টি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এম সি এইস ঢাকা শিশু হাসপাতাল কলেজ  মা ও শিশু বিষয়ে অভিজ্ঞ ডাক্তারী পেশায় বেশ অভিজ্ঞতা রয়েছে তার।

প্রতিদিন ২০-২৫ টি বিভিন্ন রোগে আক্রান্ত রুগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সরকার বা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কোনো সহায়তা, সুরক্ষা উপকরণ না পাওয়ার পরেও বসে থাকেননি সরকারি সাহায্যের জন্য।

আর সাধারণ হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। এছাড়া রাতে যে কোন মুহুত্তে কেউ অসুস্থ্য হলে গ্রাম ডাক্তার আরিফ বিল্লাহ ফোনে যোগাযোগ করলে অসহায় রোগীকে সুস্থ্য করতে ছুটে যান তিনি।

ডাক্তার আরিফ বিল্লাহ  জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ভয়কে জয় করে পল্লী এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এবং করোনা সম্পর্কে সাধারণ মানুষের ঘরে থাকার পাশাপাশি সামাজিক দূরুত্ব বজায় রাখা ও ঘনঘন সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছি।

ডাক্তার আরিফ সকলের উদ্দেশ্যে বলেন মনে রাখবেন সর্দি, কাশি বা শুকনো কাশি অথবা জ্বর মাথা ব্যাথা মানেই করোনা ভাইরাজ নয়। সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ করা সম্ভব।


Top