করোণার মরণ ব্যাধিতে, হা হা কার নামিল পৃথিবীতে।
আনন্দের এই পৃথিবী- আজ পরিণত হয়িল মরুভূমিতে।
করোণার মরণ ব্যাধিতে – আজ হতোভাগারা বিদায় নিল দুনিয়া থেকে।
হতোভাগা শূণ্য দুনিয়াতে – আজ মরুভূমি হয়িল ব্যাধিতে।
এদিকে শুনি, ওদিকে শুনি চারিদিকে কান্নার রব।
কেঁদেছে চীন, কেঁদেছে ইতালি কেঁদেছে বিশ্বের মানুষ।
করোণায় ধেয়ে আসে শুনি, মৃত্যুর হা হা কার।
হয়িল জ্বর, হয়িল কাঁশি তাতেই শুনি মৃত্যু রাশি রাশি।
হয়িল মৃত্যু, পরাইল কাফন দাফনের লোক নাই।
মনুষের কি দিন পড়িল এই দুনিয়ায়।
করোণায় মৃত দেহতে তীল ঠায় আর নাই রে।
ওগো আজ তোরা যাসনে গো যাসনে ঘরের বাইরে।
বেঁচে আছিস যারা থাক তারা বেঁচে।
ভেতরে আছিস তোরা, বাইরে বেরনোর নাম করিস নে।
বাইরে বেরলে আক্রান্ত হোবি বাঁচবি না তোরা কেউ।
অনুরোধ করি, তোরা বাইরে যাসনে কেউ।
তোরা বাইরে যাসনে কেউ।