আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


করোণার মরণ ব্যাধি

করোণার মরণ ব্যাধিতে, হা হা কার নামিল পৃথিবীতে।

আনন্দের এই পৃথিবী- আজ পরিণত হয়িল মরুভূমিতে।

করোণার মরণ ব্যাধিতে – আজ হতোভাগারা বিদায় নিল দুনিয়া থেকে।

হতোভাগা শূণ্য দুনিয়াতে – আজ মরুভূমি হয়িল ব্যাধিতে।

এদিকে শুনি, ওদিকে শুনি চারিদিকে কান্নার রব।

কেঁদেছে চীন, কেঁদেছে ইতালি কেঁদেছে বিশ্বের মানুষ।

করোণায় ধেয়ে আসে শুনি, মৃত্যুর হা হা কার।

হয়িল জ্বর, হয়িল কাঁশি তাতেই শুনি মৃত্যু রাশি রাশি।

হয়িল মৃত্যু, পরাইল কাফন দাফনের লোক নাই।

মনুষের কি দিন পড়িল এই দুনিয়ায়।

করোণায় মৃত দেহতে তীল ঠায় আর নাই রে।

ওগো আজ তোরা যাসনে গো যাসনে ঘরের বাইরে।

বেঁচে আছিস যারা থাক তারা বেঁচে।

ভেতরে আছিস তোরা, বাইরে বেরনোর নাম করিস নে।

বাইরে বেরলে আক্রান্ত হোবি বাঁচবি না তোরা কেউ।

অনুরোধ করি, তোরা বাইরে যাসনে কেউ।

তোরা বাইরে যাসনে কেউ।


Top