আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


উত্তরণের পক্ষ থেকে যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক আকারে বিস্তৃতি রোধে যশোর ২৫০ শয্যা হাসপাতালসহ জেলার চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা হাসপাতালে ২টি অক্সিজেন সিলিন্ডার, ২ টি ফ্লো মিটার, ২ টি নেবুলাইজার ও ১০০ পিস করে সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ।

বুধবার (২২ এপ্রিল) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ রায়ের হাতে উক্ত উপকরণ তুলে দেন উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্যসহ সংস্থার স্টাফরা।

এছাড়া অনুরুপভাবে জেলার চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা হাসপাতালে উক্ত চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চিকিৎসকরা উক্ত সামগ্রী বুঝে নেন।

উত্তরণ Emergency Response for COVID 19 in Satkhira and Jashore District” প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের অংশ হিসেবে উক্ত সামগ্রী প্রদান করেন।


Top