“শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি” এই প্রতিপাদ্য সামনে রেখে উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শ্যামনগরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,গাজী আল ইমরান,নির্বাহী পরিচালক,সিডিও,সাংবাদিক রনজিত বর্মন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় বুড়িগোয়ালিনি,গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য,অভিভাবক,কর্মমালিক,শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ৬ জুন থেকে ১১ জুন-২০২৪ পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে ডায়লগ করা হয়। এ সময় চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং শিশু,অভিভাবক,কর্মমালিক,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য ও ভকেশনাল ট্রেনিং সেন্টারের শিশুদের সাথে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।