আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


উত্তরণেরর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

“শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি” এই প্রতিপাদ্য সামনে রেখে উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শ্যামনগরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,গাজী আল ইমরান,নির্বাহী পরিচালক,সিডিও,সাংবাদিক রনজিত বর্মন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় বুড়িগোয়ালিনি,গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য,অভিভাবক,কর্মমালিক,শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গত ৬ জুন থেকে ১১ জুন-২০২৪ পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে ডায়লগ করা হয়। এ সময় চারটি ব্রিজ স্কুলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা এবং শিশু,অভিভাবক,কর্মমালিক,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য ও ভকেশনাল ট্রেনিং সেন্টারের শিশুদের সাথে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Top