আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম

আর মাত্র কয়েক দিন পরেই ঈদুল ফিতর। ইতোমধ্যেই ঈদের নানান আয়োজনে মেতে উঠেছেন মুসলিমরা। শুধু তারাই নন, ঈদ উৎসবে মেতে উঠেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। প্রতি বছরের মতো এবারও ঈদে ছুটি কাটাতে স্বামী ও পরিবার নিয়ে উড়াল দিয়েছেন বিদেশে।

তবে স্বামী ও পরিবারকে নিয়ে কোথায় উড়াল দিয়েছেন মিম? সে ব্যাপারে আগ্রহের শেষ নেই অভিনেত্রীর ভক্তদের। রীতিমতো তাদের মনে তৈরি হয়েছে রহস্যের জাল।

জানা গেছে, পরিবার নিয়ে এবারের ঈদের ছুটি কাটাতে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন মিম। সেখানে এক সপ্তাহ থাকবেন এই অভিনেত্রী। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন— চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।’

প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল স্বামী ও পরিবার নিয়ে দেশে ফিরবেন মিম। অভিনেত্রী জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। পাশাপাশি আরও দুটি বিজ্ঞাপন ঈদে প্রচারে আসার কথা রয়েছে।


Top