আশাশুনি উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে ও এক পাঁজা মালিককে মোবাইল কোর্টে ৭হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ও সেনাবাহিনী মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ইটের পাঁজা মালিক ডুমুরপাতা গ্রামের মৃত উকিল সরদারের পুত্র মইনুর সরদারকে অবৈধ ভাবে ইট পুড়ানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৫ হাজার টাকা জরিমানা দিয়ে নিস্কৃতি পান এবং ইট পোড়াবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন। পরে ইউনিয়নের বিভিন্ন জায়গায় সামাজিকতা দূরত্ব বজায় না রাখায় ও সরকারি আদেশ অমান্য করে মোটরসাইকেল চালকসহ ৬ জনকে পৃথকভাবে ২৪শত টাকা, সর্বমোট ৭,৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন বড়দল (ভূমি) সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল, অফিস সহকারি মোস্তাফিজুর রহমান প্রমুখ।