আশাশুনিতে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
করনা ভাইরাসের কারণে কর্মহীন আশাশুনি উপজেলার পরিবহন শ্রমিকদের মধ্যে ৫০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃসামছুল আলম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহেব আলী প্রমুখ।