হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক এস, এম, মঈনুল হাসান বাচ্চু’র ১৩ মে বুধবার ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১২ সালের এই দিনে (১৩ মে) কিডনি ও ডায়াবেটিস সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, শান্ত, সদালাপী, অন্যায়ের প্রতিবাদকারী ও একজন ভাল মনের মানুষ। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন। জনপ্রিয় এই কলম যোদ্ধার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ ও কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।