আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


আজও খেশরায় টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন

রিয়াদ হোসেন || করোনায় স্বল্প মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কেন্দ্রে আজও খেশরায় দীর্ঘ লাইন পড়েছে। দাঁড়িয়েছে দীর্ঘ লাইন। কিনছেন কম দামে পণ্য।

আজ ৬ই মে মঙ্গলবার খেশরার দক্ষিন শাহাজাতপুর বাজারে মেসার্স শেখ ট্রেডাস এর পরিচালনায় টিসিবির পণ্য বিক্রয় করতে দেখা গেছে।

টিসিবির পণ্য কিনতে আসা শেখ ইজ্জত আলী জানান, পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে।করোনার প্রভাবে বেশ বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি।ছেলে-মেয়ের খরচ ও নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি। এখানে বাজারমূল্যের চেয়ে অনেক কমে পণ্য কেনা যাচ্ছে।

বিক্রেতাদের পক্ষ থেকে শেখ দেলোয়ার হোসেন বলেন,
টিসিবি গত বছরের তুলনায় এবার বেশি পণ্য নিয়ে মাঠে আছে। পণ্যের কোনো সংকট নেই। এ পণ্য সর্ব স্তরের মানুষ কিনতে পারবেন।
তিনি আরো জানান,একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে চিনি, ১ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি ছোলা কিনতে পারছেন।

এখানে টিসিবির বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫০ টাকা। লিটারে ২০ টাকা সাশ্রয় হয়েছে সয়াবিন তেল ৮০ টাকা। আর মসুর ডাল ৪০-৫০ টাকা। ছোলা ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে।


Top