আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


তালায় আকস্মিক ঝড়ে মাথা গোজার ঠাই হারালেন গরীব ভ্যান চালক

সাতক্ষীরার তালায় গত রাতে আকস্মিক ঝড়ে মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে গরীব এক ভ্যান চালক।

তিনি উপজেলার খেশরায় মৃত ফজর আলী সানার ছেলে মোঃ মুজাম সানা।
৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মুজাম সানা।সারাদিন ভ্যান চালিয়ে যে টাকা রোজগার হয় তা দিয়েই চলে তার এই পরিবার।সাথে পরিবারের ৩ সন্তানের লেখাপড়া সহ সকল প্রকার খরচ বহন করতে হয় তার।

গতকাল মঙ্গলবার রাতে আকস্মিক ভাবে ঝড় হয়।তার নির্মিত ঘরটি বেশকিছুদিন ধরে সংস্কারের অভাবে কিছুটা অগোছালো ভাবে পড়ে ছিল।তার উপর গত রাতে ঝড়ে তার মাথা গোজার শেষ আশ্রয়স্থলটা লন্ড ভন্ড হয়ে যায়। সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে দেখা গেছে তাকে।

এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক বিশ্বজিৎ দাশ জানায়, মুজাম ভাই একজন কর্মট সৎ লোক।সারাদিন ভ্যান চালিয়ে যে টাকা আয় করে তা নিয়েই তার সংসার চলে।তার ছোট ছেলেটা আমার স্কুলে ৫ম শ্রেণিতে পড়ে।সে খুব মেধাবী ছেলে।তার ঘরের চাল উড়ে গিয়ে সব ভেঙ্গে পড়ায় সে খুব অসহায় হয়ে পড়েছে।তার এ মুহুর্তে সার্বিক সহযোগিতা অতীব জরুরি।


৭ নং ইউ পি সদস্য মনিরুজ্জামান মনি জানান,গতকাল রাতে বেশ ঝড় হয়েছে।এতে আমার এলাকায় বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে।মুজাম ভাইয়ের কথা আমি শুনেছি।জরুরি কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি।তবে আমি চেষ্টা করবো তার কিছু সহযোগিতা করার।


Top