আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুই বনদস্যু আটক, অপহৃত তিন জেলে উদ্ধার

বনদস্যু আটক, অপহৃত তিন জেলে উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী সংলগ্ন একটি খাল থেকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ বনদস্যু বুলবুল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত তিন জেলেকে।

রোববার রাতে রায়মঙ্গল নদী সংলগ্ন মোহন্তখালী খাল থেকে কৈখালী কোস্টগার্ডের কন্টিজেন্টের সদস্যরা তাদেরকে আটক করে।
আটক দুই বনদস্যুরা হলেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলা সদরের গোলাম মোল্যা (৩৬) ও ভারতের দক্ষিণ চব্বিশপরগনা জেলার জেলিয়া খালী গ্রামের জালাল উদ্দীন (৫০)।
অপরদিকে, উদ্ধার হওয়া জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বাবলু গাজী ও শহীদ হোসেন এবং দক্ষিন কদমতলা গ্রামের রেজাউল ইসলাম।
কোস্ট গার্ড এর পেটি অফিসার নজরুল ইসলাম জানান, তিন দিন আগে সুন্দরবনে মাছ শিকারে যেয়ে বনদস্যুদের হাতে অপহৃত হন কালিঞ্চি গ্রামের দুই জেলে বাবল গাজী ও শহীদ হোসেন। অপহৃত জেলেদের পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যসহ আরও কিছু জেলেকে নিয়ে তারা সুন্দরবনে অভিযানে যান। এক পর্যায়ে রবিবার রাতে তারা সীমান্ত নদী রায়মঙ্গল সংলগ্ন মোহন্তখালী খালের মধ্য থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ বনদস্যু বুলবুল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। এ সময় সেখান থেকে অপহৃত উক্ত তিন জেলেকে উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতার অভিযোগ পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।


Top