আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


অসহায়দের খাদ্য সহয়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন -এম.পি বাবু

রাবিদ মাহমুদ চঞ্চলঃ
খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে দয়া করে কেউ ঘরের বাহিরে আসবেন না! অন্যদের নিষেধ করুন এবং সরকারী নির্দেশনা মেনে চলুন। অতি প্রয়োজনে বের হলে সতর্কতা অবলম্বন করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। তিনি সমাজের বিত্তবান, সমাজকর্মী সহ  দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে  বলেছেন, করোনা দুর্গোগের মহাবিপদের সময় এলাকায় যে ঘরে হাঁড়ি জ্বলেনা তাদের খোঁজ-খবর নিয়ে বাড়ীতে খাদ্য সহয়তা পৌছিয়ে দিন। বিপদের সময় মানুষের পাশে থাকলে, মানুষ তাদের ভোলেনা। সংকটকালে এমপি বাবু ব্যক্তিগত ভাবে কয়রা উপজেলা সহ পাইকগাছার লতা,দেলুটি,সহ বিভিন্ন স্থানের ন্যায় বুধবার দুপুরে রাড়ুলীর বাঁকা বাজারে ২৩৫ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শংকর দেবনাথের সভাপতিত্বে ও উপজেলার আ’লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাসের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমিরন কুমার সাধু, স্নেহেন্দু বিকাশ,আ’লীগ নেতা বিমল পাল, আহম্মদ আলী গোলদার,আমজেদ মোড়ল,সুনিল বিশ্বাস, শচীন দাশ, বিকাশ সরকার,আবুবক্কর, সাত্তার গাজী, ইউসুফ সরদার আবুল সরদার,মাজেদ বিশ্বাস,জলীল গাজী, ইউপি সদস্য আঃ সাত্তার গাজী, যুবলীগ নেতা এএম আজিজুল হাকিম,রমজান আলী,মিঠুন দেবনাথ, তাপস, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।


Top